আমাদের সম্পর্কে

বইপল্লব ব্লগ -  হলো বইপল্লব ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন। সাহিত্য ও বই প্রেমীদের জন্য এই অনলাইন ব্লগ একটি মুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত। বই আলোচনা-সমালোচনা, লেখক পাঠক বৈঠকসহ সাহিত্যের বিভিন্ন রূপের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় এই ব্লগ সাইটে। 

বইপল্লব ফাউন্ডেশন মূলত বই কেন্দ্রিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। যারা সুবিধা ও শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এর পাশাপাশি সমগ্র দেশে বই পাঠকের সংখ্যাবৃদ্ধি ও সাহিত্য প্রেমীদের জন্য একটি উপযুক্ত স্থান তৈরি করার লক্ষ্যেও বইপল্লব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেরই একটি ক্ষুদ্র অংশ হলো বইপল্লব ব্লগ। বইপল্লব ফাউন্ডেশন মনে করে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিণত হতে বইয়ের কোনো বিকল্প নেই। আর এই বইয়ের আবহমান পাঠকদের চিন্তাধারা, জ্ঞান, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে বইপল্লব ব্লগ একটি আলোকিত সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত।

 সাহিত্য, বই ও বিবিধ সহ নানা বিষয়ে বইপল্লব ব্লগ সমৃদ্ধ করতে অংশ নিন আপনিও।

পৃষ্ঠপোষকতা, আয়োজন, মতামত সহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে মেইল করুন: support@boipallab.org

বইপল্লব ফাউন্ডেশন এর সকল সোশাল মিডিয়া:
অফিশিয়াল ওয়েবসাইট: www.boipallab.org 
প্রধান ফেসবুক পেইজ: বইপল্লব - BoiPallab
ব্লগ ফেসবুক পেইজ: বইপল্লব ব্লগ - BoiPallab Blog
অফিশিয়াল ফেসবুক গ্রুপ: BoiPallab Foundation Community
ইন্সটাগ্রাম: BoiPallab Foundation