BoiPallab Group

থার্মোমিটারে জমে আছে প্রেম

থার্মোমিটারে জমে আছে প্রেম

 
চলে গেলে পাখি
কিন্তু রেখে গেলে দাগ,
তুমিহীনতায় ধুকছে মন
থার্মোমিটার একশ এক!

তোমারে আমি খুঁজিয়া বেড়াই,
কিন্তু তুমি কই,
প্রেমজ্বরে কাঁপছে শরীর
থার্মোমিটার একশ দুই।

তোমার কথা ভেবেই আমার
রাত ফুরিয়ে দিন,
প্রেমজ্বরে পুড়ছে শরীর
থার্মোমিটার একশ তিন।

মনের জ্বর মেপেই দেখো
থার্মোমিটারে একশ চার,
দেহের ভিতর জ্বলন্ত শিখা, 
হচ্ছে পুড়ে ছারখার!

কবিতা: থার্মোমিটারে জমে আছে প্রেম
লেখক: আব্দুল্লাহ আল কাইয়ুম
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন