BoiPallab Group

টক্সিক অথবা প্রেম

টক্সিক অথবা প্রেম

আমার জীবনে তুমি অনেক টক্সিক,
মুচমুচে সমুচায় এক টুকরা কলিজা
কিংবা কাকমরা গরমের দুপুরে কয়েক মুহুর্তের লিলুয়া হাওয়া
তৃষ্ণায় কাতর হওয়া এক মরু বেদুঈনের এক ঘটি জল,
কিংবা যুদ্ধে যাওয়া কোনো সৈনিকের প্রতিক্ষিত মায়ের আচল!

তুমি আমার কালো আকাশে এক শুভ্রতা বয়ে আনা মেঘ,
কংক্রিট ইট পাথরের শহরের এই ভিড়ে যান্ত্রিক মনে সৃষ্টি হওয়া প্রলয়ময় আবেগ!

তোমার প্রতি আমার আবেগ ততটুকু, যতটুকু...
বৃষ্টিভেজা দিনে হুডতোলা রিকশায় বর্ষনে কাঁচ ভিজে যাওয়া চশমায় কাক ভেজা হয়ে ফেরা,
কিংবা বাদল দিন এক প্লেট খিচুড়ি খেয়ে ঢেকুর তোলা বারান্দায় দাঁড়িয়ে এক কাপ রঙ চা ধরা!

তুমি আমার শূন্য তেপান্তরে কারবালা থেকে পরিভ্রমণ করা ঘোড়ার খুরের আঘাত
তুমিময় ভাবনায় আপেক্ষিকতার সূত্র মেনে দিন থেকে হয়ে উঠা ক্ষুদ্রাকার রাত।

তুমি আমার সন্ন্যাস জীবনে বাধা হয়ে আসা এক অপরিরোধ্য প্রাচীর,
বাকহীন অভিমানে জমিয়ে রাখা চোখ ফেটে আসা শীতের শেষ রাতের শিশির।
আমার স্বপ্নে তুমি আসো...হয়ে একজন সন্ন্যাসীর কামনা,
তুমি আমার সন্ন্যাস লাজলজ্জ্বা ত্যাগ করে একজন প্রেমিক হয়ে ওঠার বাসনা।

তুমি আমার এই নেক্রোপলিসে বেমানান হয়ে জন্মানো এক কালো গোলাপ
জমিয়ে রাখা আলাপ,
বাষ্প হয়ে ফুটে প্রকাশিত হবার উচ্চচাপ! 

আমার জন্য তুমি অভিশাপ,
মস্তিষ্কে ফিজিক্সের সূত্রের জায়গায় বিধ্বংসী প্রেমালাপ সংলাপ।

এক কালের মেধাবী আমি,
ম্যাথে ফেল করার কারণটাও তুমি...
সারা রাত চুপিচুপি কথা বলতে গিয়ে ঘুম উধাও হওয়া টকটকে লাল চক্ষুরা এর সাক্ষী!
তোমাকে পাওয়ার আক্রোশে প্রতিদ্বন্দ্বীদের সাথে টক্কর দিতে গিয়ে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ি,
ভাগ্যও যেন দিয়েছে আড়ি।
ফাটা নাক, ঘুষি খাওয়া কালশিটে পড়া চোখের নিচের দাগ কিংবা কাটা ঠোঁট নিয়ে,
লালিমাময় সন্ধ্যের আকাশপানে তাকিয়ে
তবুও আমি তীর্থের কাক।

বাবার মার, থাপ্পড়, বকুনি কিংবা বোনের খোটানী সব কিছুর দোষ তোমার উপর চাপিয়ে দিলাম।
আর বন্ধুদের ক্ষেপানোর কথা নাই বলি।

তুমি আসার আগেও আমি ভালোই ছিলাম সুখী,
এখন আমি পরিত্যক্ত এক স্বর্গে বিষাদের ছবি আঁকি।

তুমি আমার লালচে সন্ধ্যার মন খারাপের শুকতারা,
কোনো পাহাড়ের ঝরনা থেকে নেমে আসা, জলের অসীম ধারা! 

তুমিহীনতা পড়ন্ত বিকেলের নির্জন পার্কে, 
শান্ত পাতা-মরা রোদে নিঃস্তব্ধতায় বসন্তের বিলাপ!
তুমি আমার গভীর রাতে তার ছেড়া ইয়ারফোনে বাজতে থাকা আর্টসেল, আভাস, শিরোনামহীনের প্রলাপ!
অথবা আকাশ থেকে নেমে আসা তুলার মত মেঘে শরতের কাশফুল
আসলে, আমার জীবনে তুমি আসা কী কোনো আশীর্বাদ? 
নাকি কোনো মহাভুল?

কেন আমি তোমার কাছে গিয়েও  ফিরে আসি বার বার?
তুমি আমার জীবন্ত শরীরে কাফন পড়ার হাহাকার।

হয়ত আমার জীবনে তুমি বর, 
কিংবা,
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

কবিতা: টক্সিক অথবা প্রেম
লেখক: আব্দুল্লাহ আল কাইয়ুম
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন