BoiPallab Group

বেকার মধ্যবিত্ত

 

বেকার মধ্যবিত্ত
তার নুন আনতে পান্তা ফুরোয়, 
ফুটপাতে বস্ত্র খোঁজ 
তার গড়পড়তায় হিসাব বাড়ে, 
ঋণ চক্র পীড়ন দেয় রোজ।
তার উদ্ভাসিত স্বপ্ন মৃত, 
ভেজা বালিশের পাশে
তার চূর্ণ হৃদয় সুপ্ত নিরব, 
উপরিতে মিছে হাসে।
তার বুকপকেটে খুচরো পয়সা, 
আধখানা সিগারেট সঙ্গী নিত্য
তার জীবন্ত জীবনে অকাল মৃত্যু, 
সে এক বেকার মধ্যবিত্ত।

কবিতা: বেকার মধ্যবিত্ত 
লেখা: সাফায়েত আহমেদ সাকিব
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন