BoiPallab Group

খাঁচার এপার-ওপার

খাঁচার এপার-ওপার

খাঁচার ওপারে, 
ভবঘুরে, ডানা মেলে তুই উড়ে বেড়াস বহুদূর। 
খাঁচার এপারে,
শিকল তীরে, বাঁধি আমি লাখো বিষন্নতার সুর।

খাঁচার ওপারে, 
শহর জুড়ে, তোর পালকে রোদ পোড়া গন্ধ। 
খাঁচার এপারে, 
বদ্ধ দুয়ারে, মোর চোখ জোড়া আঁধারে অন্ধ।

খাঁচার ওপারে, 
ঝরে পড়ে, তোর নিঃসীম হর্ষ ঢেউয়ের ছায়া।
খাঁচার এপারে, 
দ্বারে-দ্বারে, ছুঁয়ে রয় মোর খসে পড়া কায়া।

খাঁচার ওপারে, 
সুবাস ঝড়ে, ঘুরে বেড়ানো তোর আজন্ম সাঁধ।
খাঁচার এপারে,
দেয়াল ধারে, বেজে ওঠে মোর সুপ্ত আর্তনাদ।

খাঁচার ওপারে,
শান্ত নীড়ে, তোর বিলাসী সুখের বসবাস।
খাঁচার এপারে,
দিন ভরে, মোর ঘরে বিষাদ রঙের দীর্ঘশ্বাস।

কবিতা: খাঁচার এপার-ওপার
লেখা: সাফায়েত আহমেদ সাকিব
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন