BoiPallab Group

ধীরে

 

ধীরে - আল কাইয়ূম ত্বোহা

সে আসে ধীরে
যেভাবে বৃষ্টিস্নাত লালিমার দক্ষিনে উকি দেয় রঙ্ধনু,
যেভাবে ঘোর আধার চিরে
গাছের পাতা স্পর্শ করে 
ভোরবেলার প্রথম সূর্যের আলো।
ক্লান্ত বিকেলে হেলে পড়া 
ইউক্যালিপটাস গাছের মৃদু বিলাপ।

সে আসে কাছে
সময় থমকে যায় দমকা হাওয়ায়,
যেন সক্রেটিসের অপেক্ষায় থাকা হেমলক।
ঘাসের ডগায় জমে থাকা রাতের শেষ শিশির।
দ্রুত স্পন্দনে কাপতে থাকা হৃদপিন্ড,
কপাল বেয়ে নেমে আসা চিকন ধারার ঘাম।
ট্রয়ের ময়দানে হেলেনের অধিকার নিয়ে
উদ্ধত বুকে দাঁড়িয়ে থাকা প্যারিস।

সে স্পর্শ করে ধীরে
যেমন করে হাওরের পর হাওরে ছুটে যায় বৃষ্টির ঝাপটা।
মাঝরাতে জানালা গলে,
বিছানায় উপচে পড়ে জোসনার আলো।
সমুদ্রের অতলে থাকা নি:সঙ্গ তিমির বিচিত্র বুদবুদ
আকাশের বুকে জেগে থাকা শুকতারা।
মধ্যবিত্তের মানিব্যাগে লুকানো মাসের শেষ সম্বল
মাইগ্রেনে ভুগতে থাকা কিশোরের আর্তচিৎকার।

সে ঘিরে রাখে ধীরে
যেভাবে পৃথিবীকে ধরে রাখে সূর্য
ইলেকট্রন ঘুরতে থাকে নিউক্লিয়াসের আকর্ষনে।
নাক আকড়ে থাকে ঘোলা চশমা
ক্লান্ত শরীরের কামড়ে থাকা অবসাদ।
ক্যানভাসে ছুয়ে থাকা ভিঞ্চির তুলির আচড়
দিস্তা খাতার প্রতি পৃষ্ঠায় লেগে থাকে
বলপয়েন্টের গন্ধ।
অট্টলিকার ভাজে ভাজে থাকা ইটের গাথুনি
সোডিয়াম আলো ভেসে যাওয়া রহস্যময় হাইওয়ে।

সে স্বপ্ন দেখায়
দৃষ্টিতে ছেয়ে রাখে মায়া।
চোখে শোনায় মহাকালের আহ্বান
তুমি থাকো আমার কাছে,আমার সাথে আমার পাশে।


কবিতা: ধীরে
লেখক: আল কাইয়ূম ত্বোহা
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন