BoiPallab Group

নবীন মাঝি

 

নবীন মাঝি - মাহমুদ জামান

লিখতে যদি না পারো, 
   হৃদয় পড়ে দেখ।
   তা যদি হয় কঠিন, 
   সহজ পড়ে দেখ।
   পড়বার যদি নাই হয় কিছু, 
   দুঃখাভাষ পড়ে দেখ ।
   তবুও যদি শান্ত না হয় হৃদয়, 
   কুরআন পড়ে দেখ ।
  
   উদ্দ্যেশ্যের আগ বাড়িয়ে, 
   উদ্দ্যেশ্য সন্ধান করো !
   ঠাই যদি হয় দরিয়ায়, 
    সমুদ্র সন্ধান করো ।
 
  সব দর্পণের ভাঙন প্রস্তরাঘাতে,
  সব দর্পণের ভাঙন প্রস্তরাঘাতে ।
  তোমার পাষান হৃদয় আজ ভাঙুক-
  ঐ দর্পণ-মায়াতে ।
 
  নবীন মাঝি তুমি, 
  বিশ্বাসীর ছায়াতে । 



কবিতা: নবীন মাঝি
লেখা: মাহমুদ জামান
শিক্ষার্থী, বিপিএটিসি স্কুল এন্ড কলেজ (এসএসসি ২০২৩)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন