BoiPallab Group

একটি গান লেখার স্বপ্ন

 

একটি গান লেখার স্বপ্ন - আল কাইয়ূম ত্বোহা

আমি একটা গান লিখতে চাই
একটা মন ভাঙ্গার গল্প ঘিরে।
গানটা কিন্তু আমি একা গাইব না,
আর ও অনেকে গাইবে আমার সাথে
হাজার হাজার প্রেমিকেরা।তোমরা যাদের বোকাপ্রেমিক বলো।
কারন গল্পটা শুধু আমার তোমার নয়,
সৃষ্টির আদী হতে পুনঃপুনঃ ভাবে চলে আসা 
প্রাচীন প্রেমের প্রাগৈতিহাসিক গল্প।

গল্পটা প্রতিজ্ঞার,শান্ত চোখের নির্মল আহব্বান-
তুমি বরং আমার স্বভাব হও,
নির্ঘুম রাতের কারন হও! 
তোমাকে আমার লাগবে,গ্রীষ্ম,কিংবা শীতে,
তোমাকে আমার লাগবে, দুপুর কিংবা রাতে।

গল্পটা ভরসার-
 যান্ত্রিকতা যতই উপড়ে নিক,মায়া মোহ আর আশা
এই শহরের পাথুরে দেয়ালে
 থাকবে তোমার আমার ভালোবাসা..

গল্পটা আমার,গল্পটা তোমার,কিংবা অনেকের।
যারা খুব করে চেয়েও প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে।
হারানোর স্বভাব যে!
আর মাঝরাতে পুরানো স্মৃতি আওড়াতে গিয়ে
খুজে পেয়েছে শুধু হৃদয়ের আর্তনাদ।
তারা খুজেছিল প্রেম
যার দেয়ালে প্রশান্তি আর হাওয়ায় বিষন্নতা।

গানের সুরে থাকবে কিছু সুখের স্মৃতি,অপরিনত স্পর্শ
যাতে মিশে আছে হাসনহেনার সুবাস।
কিছু খুনসুটি,অল্পস্বল্প প্রতিজ্ঞা,আকস্মিক চোখাচোখি
এদিকে সেদিক  দুই পা একসঙ্গে তাল মিলানো
বৃষ্টি শেষে পাকারাস্তার গন্ধ।
ভরসা জোগানো রুগ্ন হাত
এলাচীর মত কিছু বিরহ।
সব শেষে প্রকৃতির নিষ্ঠুরের আবেদনের মত
বৃষ্টি শেষে প্রস্ফুটিত রঙ্ধনুর মত হারিয়ে যায় প্রেম।
প্রেম হারিয়ে যায়,নক্ষত্রের মৃত্যু হয়
নিভে যায় অন্ধকার ঘরে জ্বলতে থাকা চেনা মোমবাতি।
একই আকাশের নিচে, চেনা মানুষ অপরিচিত হয়
অথবা মৃত হয়
কিন্তু বেচে থাকে শুধু নিউরনের স্মৃতি নামক অংশে।

গানটা শেষ করব করব বলে হচ্ছেনা
আঙ্গুল আটকে যায় কিবোর্ডে
চিন্তাগুলো ছুটাছুটি করতে থাকে বিক্ষিপ্তভাবে
তবুও এক মন খারাপের বিকেলে 
 বসে পড়ি সংকল্প নিয়ে
আমাকে যে একটা গান লিখতে হবে!


কবিতা: একটি গান লেখার স্বপ্ন
লেখক: আল কাইয়ূম ত্বোহা
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন