BoiPallab Group

ঈদ যাত্রায় স্বপ্নের পদ্মা সেতু

 

ঈদ যাত্রায় স্বপ্নের পদ্মা সেতু

দুই মিনিট ধরে গ্রামের রাস্তায় হাঁটছি। হঠাৎ কিছু বাচ্চা ছেলেদের রাস্তার পাশে ক্রিকেট খেলতে দেখে আমিও চলে গেলাম ক্রিকেট খেলা দেখতে। এমন সময় বাবা আমাকে ডেকে বললেন, "সময় নেই বাবা। তাড়াতাড়ি চলো ইফতারির সময় হয়ে যাচ্ছে।" আমি চলে এলাম। আজ প্রায় অনেকদিন পরে আমার চাচার সাথে দেখা হবে। আজ শেষ রোজা, সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকালকে ঈদ পালিত হবে। কাজের ব্যস্ততায় হয়তো আমার বা আমার পরিবারের সবারই গ্রামের বাড়িতে যাওয়া আসা হয় না, কিন্তু এখন মাত্র দুই ঘন্টায় ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌছে গেলাম আমার গ্রামের বাড়ি ফরিদপুরে। আজ থেকে নয় বছর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো আমি ফরিদপুর এসেছিলাম। ঢাকা থেকে ফরিদপুর যেতে প্রায় ৮ ঘন্টা সময় লেগেছিল। ঢাকার রাস্তায় প্রচুর জ্যাম, তারপর লঞ্চে উঠে পদ্মা পাড়ি দেওয়া ও এরপর আবার বাসে উঠে গ্রামের বাড়ি যাওয়া সব মিলিয়ে অনেক কষ্টকর ছিল যাত্রা পথ। আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়তাম। হাস্যকর বিষয় হলো এই ভ্রমণে যাওয়া আসার কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাগ করে কান্না করে দিয়েছিলাম। কিন্তু আজকে সেরকম কোনো ক্লান্তিই নেই। ক্লান্তি থাকবেই বা কেন দক্ষিণাঞ্চলের মানুষের ক্লান্তির অবসান আমাদের পদ্মা সেতু। 

১ বছর আগেও পরিবারের সাথে ঈদ উদযাপনে যুদ্ধের মতো লড়াই করতে হতো লঞ্চে। শুধু লঞ্চেই নয় ফেরি ও বাসে কতটা সময় অতিবাহিত হতো তার হিসেব নেই। আগেকার দিনের মতো এখন আর ঈদে ভোগান্তি নেই লঞ্চে ও যাত্রা পথে। ঢাকা থেকে সহজেই বাসের মাধ্যমে অনেক কম সময়ে পদ্মা সেতু দিয়ে নিজের বাড়ি পৌছানো এখন আর স্বপ্ন নয়। তবে সেতুতে এখনো রেল লাইন চালু হয়নি, এটির কাজ চলমান রয়েছে। তবে এটি চালু হলে যাতায়াতে সময় আরও কম লাগবে এবং খরচও কমবে। আজ শুধু আমি নই, আমার মতো হাজার হাজার পরিবার ঈদে পদ্মা সেতু দিয়ে ভোগান্তি ছাড়াই নিজ নিজ বাড়ি পৌছে যাচ্ছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে। একটি সেতু কতটা বদলে দিতে পারে মানুষের জীবনযাত্রার পথ, এটি ভাবলেই ভালো লাগে। ঈদের যাত্রা পথের সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে পদ্মা সেতু। শুধু ঈদেই নয় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের মানুষের স্বপ্ন আজ শুধু একটি স্বপ্ন নয়, এটি এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। একটি সেতু, একটি স্বপ্ন, একটি আশা।


স্মৃতিচারণ: ঈদ যাত্রায় স্বপ্নের পদ্মা সেতু
লেখা: মোঃ মুহাইমিন মুন 
শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন