BoiPallab Group

মেঘ বলেছে যাব যাব - হুমায়ূন আহমেদ

 

মেঘ বলেছে যাব যাব - হুমায়ূন আহমেদ

সারাংশঃ মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া,ভালোবাসা, ব্যর্থতা এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসের প্রধান চরিত্র হাসান। হাসানের জীবনের সাথে সম্পৃক্ত মানুষ এবং তাদের সাথে হাসানের সম্পর্কের পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 

বেকার যুবক হাসান, সে হন্যে হয়ে চাকরির খোঁজ করছে। তার বেকারত্বের কারণে তিতলির বাবা তাকে পছন্দ করেন না। কিন্তু তিতলি হাসানকে খুব ভালোবাসে। 

হাসান হাশিমুদ্দীন সাহেবের জীবনী লেখার ছোট একটা চাকরি পায়। তার মেয়ে চিত্রলেখার সাথে আস্তে আস্তে তার বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে। 

তিতলির সাথে হাসানের পরিনতি, হাসানের মধ্যবিত্ত জীবনের বিভিন্ন সমস্যার বাধা, হাসানের বেকারত্ব, চিত্রলেখার সাথে হাসানের সম্পর্ক এ সব কিছু জানতে হলে অবশ্যই এ উপন্যাসটি পড়তে হবে।

রিভিউঃ হুমায়ুন আহমেদ এর পড়া সব উপন্যাস ই হৃদয়ে দাগ কেটে যায়, কিন্তু এ উপন্যাসটি আমার বিশেষ ভাবে প্রিয়। যখন পড়েছি এর ঘোর কাটাতে বেশ সময় লেগেছে। শেষ পরিনতি দেখে খানিকটা রাগ ই হয়েছে লেখকের উপর। কিন্তু হয়তো জীবন এমনি হয়। পাওয়া,  না পাওয়ার হিসাব মেলাতে ব্যর্থ।

বইয়ের নাম: মেঘ বলেছে যাব যাব
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশনী: অবসর প্রকাশনা সংস্থা 

বই পর্যালোচক: সামসুন নাহার
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন