BoiPallab Group

নির্বাচিত গল্প ০২ - বই পড়া শুরুর গল্প

 

বই পড়া শুরুর গল্প

কারো লেখা বই আমার কাছে অন্যের মাখানো ভাতের লোকমার মতো লাগতো। বিষয়টা অদ্ভুত! ছোট ছিলাম ভাবনাগুলোও তেমনই ছিলো। পাঠ্য বই না হয় মেনে নিলাম। তবে গল্প, উপন্যাস পড়তে আমার তেমন আগ্রহ জাগতো না। মনে হতো অন্যের কল্পনা পড়ে আমার কি লাভ! আমার বাবা হলেন বই পাগল মানুষ। ছোটবেলা থেকেই দেখে আসছি ছোট এক লাইব্রেরি আমাদের বাড়িতে। বাবা নতুন নতুন বই আনতেন। এখনো আনেন। খুব যত্ন করেন বইগুলোকে। তখন সবে তৃতীয় শ্রেণীর পরীক্ষা দিয়েছি। বার্ষিক পরীক্ষার পর বড় ছুটি পেতাম। কখনো ঘুরতে যেতাম পর্যটন কোনো এলাকায়। নয়তো দাদাবাড়ি, মামাবাড়ি যেতাম। সেবার কি কারণে যেন যাওয়া হয়নি। বাসায় বসে কি আর করবো। ভাবলাম বাবার বইগুলো পড়ি। লাইব্রেরিতে প্রবেশ করে থাকে থাকে বই দেখতে লাগলাম। হঠাৎ করেই 'পোকা' নামক একটি বই দেখে আকর্ষণ লাগলো। লেখকের নাম দেখলাম লেখা হুমায়ূন আহমেদ। যাই হোক বইটি নিয়ে বসে পড়লাম। এক বসাতে বইটা পড়ে শেষ করেছিলাম। এত রোমাঞ্চকর কিছু হতে পারে! কি অদ্ভুত! মেইন থিম বুঝি আর না বুঝি বই পড়ার প্রতি আগ্রহ চলে আসে। একে একে কতশত বই পড়ে শেষ করেছি আমার জানা নেই। বই পড়া ভালোবাসি। আমার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছে বই, বই এবং বই। 

➤ বই পড়া শুরুর গল্প
নাম: আনিকা রাইশা হৃদি 
শিক্ষা প্রতিষ্ঠান: আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন