BoiPallab Group

নির্বাচিত গল্প ০৪ - বই পড়া শুরুর গল্প

বই পড়া শুরুর গল্প

বই যে কবে প্রথম পড়া শুরু করেছিলাম আজ ভালো করে মনেও পরে না । বোধহয় ৭-৮ বছর বয়সে। সে সময়ই প্রথম আমার বড় আপুর 'বাংলা সহপাঠ' বই থেকে জহির রায়হানের 'হাজার বছর ধরে',  মুনির চৌধুরীর 'কবর ' নাটক পড়ে ফেলেছিলাম। তখন ছোট ছিলাম। অনেক কিছু বুঝতে পারতাম, আবার অনেক কিছু পারতাম না। কিন্তু বইগুলো আমাকে একদম আচ্ছন্ন করে রাখত। আমার সেই ছোট হৃদয়টা এক অজানা আবেগে ঘিরে থাকত। তারপর আপু লাইব্রেরি থেকে বড় বড় লেখকদের উপন্যাস নিয়ে আসত। সেই বইগুলো যখন টেবিলে পড়ে থাকত আমি নিয়ে শুরুর কয়েক পৃষ্ঠা পড়ে ফেলতাম। পরদিনই দেখতাম আপু সেই বই জমা দিয়ে আরেকটি নতুন বই নিয়ে এসেছে। আমিও পুরনো বইয়ের বিরহ ভুলে নতুন বইয়ের দিকে হাত বাড়াতাম। এভাবেই বইয়ের প্রতি আমার ভালবাসা সেসময় গড়ে ওঠে। তারপর যে কত বই পড়েছি ! কখনো মনে হয় এক হাজার, কখনো দেড় হাজার। নিজেই হিসেব রাখিনি। সব ধরনের বই কমবেশি পড়া হয়েছে। তবে ক্লাসিক্যাল উপন্যাসই মনে হয় আমার সবচেয়ে প্রিয়। বই পড়ার যে আনন্দ ছোটবেলায় অনুভব করতাম, আজও এত বছর পর বই নিয়ে বসলে একই আনন্দ যেন কাজ করে।

বই পড়া শুরুর গল্প
নাম: সাদিয়া সুলতানা
শিক্ষা প্রতিষ্ঠান: সেনা পাবলিক স্কুল ও কলেজ
শ্রেণী: একাদশ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন